প্রকাশিত সংবাদের প্রতিবাদে মির্জাগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে মির্জাগঞ্জে সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মির্জাগঞ্জ মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা ছাহেব (র.) মাজার ওয়াক্ফ এস্টেটের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ফয়সাল  মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে মির্জাগঞ্জের স্থায়ী বাসিন্দা মোঃ মন্নান হাওলাদার দৈনিক সকালের সময় পত্রিকার এক সাংবাদিককে মিথ্যা তথ্য প্রদান করে গত ২৪/১০/২০১৮ইং তারিখের ৫ পৃষ্ঠার ৭ কলাপে মির্জাগঞ্জ মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) মাজার শরীফের অর্থ আত্মাসৎসহ ব্যাপক অনিয়ম শিরোনামে একটি  সংবাদ প্রকাশ করেছেন। যা সম্পুর্ন ভিত্তিহীন ও অসত্য এবং প্রকাশিত সংবাদটি বাস্তবতার সাথে কোন মিল নেই। এ সংবাদ প্রকাশের কারনে আমার চেয়েও মির্জাগঞ্জ মাজার শরীফের সুনাম অধিক ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন মাজার কর্তৃপক্ষ। তিনি আরো জানান, মাজার শরীফের অর্থ আত্মসাতের কোন সুযোগ নেই। মাজার পরিচালনার একটি কমিটি রয়েছে। পদাধিকার বলে যার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। মাজারের যাবতীয় ব্যয় মিটিংয়ে সকল সদস্যের সম্মতিক্রমে চেকের মাধ্যমে করা হয়। প্রতিটি চেক সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরে কার্যকর হয়। তাই আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও যে এ অসত্য সংবাদটি প্রকাশ করিয়াছে আপনাদের মাধ্যমে আইন শৃংখলা বাহিনীর সহযোগিতায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাই। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ- সভাপতি মোঃ ফারুক খান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম ও দপ্তর সম্পাদক মোঃ সোহাগ হোসেনসহ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ।